× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাঠে সাফল্য নেই, তবু সবচেয়ে দামি ক্লাব ইউনাইটেড

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১০ মে ২০২৪, ১৭:০৬ পিএম । আপডেটঃ ১০ মে ২০২৪, ১৭:০৬ পিএম

ছবি: সংগৃহীত

এক যুগ ধরে প্রিমিয়ার লিগে ট্রফি নেই, ইউরোপেও কোনো শিরোপা নেই সাত বছর হতে চলল। আর এবারের প্রিমিয়ার লিগে অষ্টম অবস্থানে থাকায় আগামী বছর চ্যাম্পিয়নস লিগেও খেলা হচ্ছে না। মাঠের ফুটবলে এমন সাফল্যখরায় থাকা ম্যানচেস্টার ইউনাইটেডই বিশ্বের সবচেয়ে দামি ক্লাবের তালিকায় শীর্ষে উঠে এসেছে।

সবচেয়ে দামি ক্লাবের তালিকায় আরেকটি বড় পরিবর্তন—অর্থমূল্যে সেরা ৫০ ক্লাবের বিশটিই যুক্তরাষ্ট্রের, যে দেশের শীর্ষ লিগ এখনো জনপ্রিয়তায় এবং খেলার মানে ইউরোপের সেরা পাঁচ লিগের পেছনে। অর্থমূল্যে এগিয়ে থাকা শীর্ষ ৫০ ক্লাবের তালিকাটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া কনটেন্ট প্রতিষ্ঠান স্পোর্টিকো।

ক্যালিফোর্নিয়াভিত্তিক সংবাদমাধ্যমটির র‍্যাঙ্কিং বলছে, ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান দাম ৬২০ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭২ হাজার ১৪২ কোটি টাকার বেশি)। ৬০৬ কোটি টাকা দাম নিয়ে দ্বিতীয় স্থানে আছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। গত বছর ডেলয়েট ফুটবল মানি লিগের হিসাব অনুসারে, ৬০৭ কোটি মার্কিন ডলার নিয়ে শীর্ষে ছিল রিয়াল। স্পোর্টিকোর র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা, লা লিগা ক্লাবটির দাম ৫২৮ কোটি মার্কিন ডলার।

ইউনাইটেডের মতো বার্সেলোনাও চলতি মৌসুমে কোনো ট্রফি জেতেনি। তবু এ দুটি দলের দাম বেশি থাকা এবং শীর্ষে ৫০-এ যুক্তরাষ্ট্রের ২০ ক্লাবের উপস্থিতির কারণ র‍্যাঙ্কিং তৈরির বিভিন্ন মানদণ্ড। এর মধ্যে আছে দলটির আগের ও বর্তমান আয়, বাজার, ব্র্যান্ড শক্তি, আগের ও বর্তমানের মাঠের পারফরম্যান্স, সম্পদ, ধার, ঋণ, সম্ভাব্য ভবিষ্যৎ আয়, লিগের অর্থনৈতিক অবস্থা।

ইউনাইটেডের শীর্ষে থাকার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে জিম র‍্যাটক্লিপের শেয়ার ক্রয়। গত ডিসেম্বরে ১৩০ কোটি মার্কিন ডলারে ইউনাইটেডের ২৫ শতাংশ শেয়ার কিনে নেন যুক্তরাজ্যের এই ধনকুবের। যুক্তরাষ্ট্রের ক্লাবগুলোর মধ্যে লস অ্যাঞ্জেলেস এফসি ১১৫ কোটি মার্কিন ডলার নিয়ে আছে ১৫ নম্বরে, গত বছর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলা ইন্টার মিলানের অবস্থান ১৬তম (১০৬ কোটি)।

২০২০ সালে মেজর লিগ সকারে যোগ দেওয়া ইন্টার মায়ামির মূল্য এখন ১০২ কোটি, যুক্তরাষ্ট্রের ক্লাবগুলোর মধ্যে তৃতীয়। এমএলএসের দলগুলোর মধ্যে শীর্ষ ২০ দলের মধ্যে আরও আছে আটালান্টা ইউনাইটেড (১০৫ কোটিতে ১৭তম), লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি (১০০ কোটিতে ১৯তম) এবং নিউইয়র্ক সিটি এফসি (৮৪ কোটিতে ২০তম)।

এই লিগের ক্লাবগুলোর আধুনিক স্টেডিয়াম নির্মাণ, পরিচালন ব্যয়ে নিয়ন্ত্রণ মডেল এবং অবনমন না থাকার বিষয়গুলো ক্লাবের বাজারমূল্যে প্রভাব ফেলেছে। ইতালির ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি দামি জুভেন্টাস, মূল্য ১৭৭ কোটি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: শেখ মো. আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: আলী ভবন, ৪০০/৩, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬

আমাদের সঙ্গে থাকুন

© 2024 National Tribune All Rights Reserved.